মোঃ জুয়েল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-নাগেশ্বরী রোডের কুমরপুর নামক এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।আহতের নাম এন্তাজ মিয়া।
বুধবার (০৩ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. হজরত আলী (২৫ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলদি পাড়া গ্রামের মোঃ বক্তার হোসেনের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, মটর সাইকেল আরোহী হজরত আলী ও এন্তাজ মিয়া নাগেশ্বরী থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে কুমরপুর নামক এলাকায় এসে গাছের সাথে ধাক্কা লেগে উভয়ই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে হজরত আলীর মৃত্যু হয়।
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।