দলের কারাবন্দী চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার (৭ এপ্রিল) ঢাকায় গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এ কর্মসূচি শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বিকেল ৪টায়।
গতকাল মঙ্গলবার বাদ আছর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের শুরুতে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রিজভী জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই গণঅনশন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন। একই সঙ্গে নেত্রীর রোগমুক্তি কামনায় বুধবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল করার কর্মসূচিও ঘোষণা করা হয়।
মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দসু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, ওমর ফারুক শাফিনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আইএ