পশ্চিম আফ্রিকার একটি কাউন্টার টেররিজম বাহিনী কর্তৃক নাইজেরিয়ার বিদ্রোহী সংগঠন বোকো হারামের একজন শীর্ষ নেতা ও ১৫ জন বোকো হারামের সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার রাতে এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র টিমোথি আন্টিঘা এ তথ্য জানিয়েছেন।
নিহত ঐ নেতার নাম মালমুম মুসা এবং তার সঙ্গীরা সবাই বোকো হারামের সশস্ত্র সদস্য বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওই মুখপত্র।
আন্টিঘা আরও জানিয়েছেন, লেকচাঁদ এলাকার কাছেই একটি দ্বীপে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষের পর বেশ কিছু ধ্বংশাত্মক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে সেখানে থাকা বোকো হারামের কিছু নারী সদস্যরা পলাতক রয়েছে। সেনাবাহিনী তাদের খুঁজছে বলেও জানিয়েছেন তিনি।
নিহত বোকো হারাম কমান্ডার যিনি এক চোখ অন্ধ ছিলেন, তিনি বোকো হারামের উচ্চ পর্যায়ের নেতা। যিনি নাইজেরিয়ার আশপাশের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলিতে বিশেষ করে দাবান মাসারা, কির্তা ওলগো এবং কোলরাম সহ এসব আঞ্চলের সামগ্রিক দায়িত্বে ছিলেন এবং এখানে তার ব্যাপক আধিপত্য ছিল। তাছাড়া "স্থানীয় কৃষকদের কাছ থেকে বোকো হারামের চিন্তা-ধারা মোতাবেক রাষ্ট্রীয় বিদ্রোহের জন্য তহবিল সংগ্রহের একটি গুরুদায়িত্বও নিহত মুসার উপর ছিল বলে জানিয়েছে সেনাবাহিনীর ওই মুখপত্র।
এইচআরআর/পাবলিক ভয়েস