
পাবলিক ভয়েস: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-অনশন কর্মসূচি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
আজ শনিবার (৩০ মার্চ) সকাল থেকে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে বিএনপির শত শত নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান।
এছাড়াও অ্যাডভোকেট এম.এ মজিদ, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, আনোয়ারুল ইসলাম বাদশা, সাদেজুর রহমান প্পপু, আবুবক্কর সিদ্দিক, আহসান হাবিব রনক, আশরাফুল ইসলাম পিন্টু কর্মসূচিতে বক্তব্য রাখেন।
কর্মসূচি শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।