পাবলিক ভয়েস: নওগাঁর মহাদেবপুর উপজেলার চকযদুরী গ্রামে স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩০ মার্চ) ভোরে তাদের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। পরে সকালে এলাকাবাসী বিষয়টি জেনে পুলিশকে জানায়।
নিহতরা হলেন- ওই গ্রামের অর্জন (৩৩), তার স্ত্রী তিথী (২৬) এবং তাদের তিনবছরের মেয়ে অনন্যা। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।