
পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মরদেহে পচন ধরায় তার চেহারা চেনা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর কারণ জানা যাবে।