বিশিষ্ট গীতিকার সাইফ সিরাজের কথায় হলিটিউনের সিইও, কলরবের সিনিয়র দায়ীত্বশীল মুহাম্মদ বদরুজ্জামানের সুর ও সঙ্গীতে একঝাঁক ইসলামী সঙ্গীতশিল্পীদের কন্ঠে গাওয়া ব্যাতিক্রমী ইসলামী সঙ্গীত “যিকরুল্লাহ” রিলিজ হয়েছে আজ।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল “হলি টিউনে” আজ শুক্রবার ৪টার দিকে এ সঙ্গীতটি রিলিজ করা হয়েছে।
সঙ্গীতটিতে কলরবের কিশোর এবং শিশু শিল্পীদের বড় একটি অংশ কাজ করেছে। জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সঙ্গীতশিল্পী আবু রায়হান, কলরবের জনপ্রিয় কিশোর শিল্পী মাহফুজ আলম, আহনাফ খালিদসহ আরও অনেকেই তাদের মিষ্টি সুরের মূর্ছনা বিলিয়েছেন ব্যাতিক্রমী এ গজলে।
এদিকে ইসলামী সঙ্গীতামোদীদের মধ্যে “যিকরুল্লাহ” ব্যাপক সাড়া জাগিয়েছে শুরু থেকেই। জাহিদ নিরবের পরিচালনায় অডিও রিলিজের পর প্রথম থেকেই প্রশংসায় ভাসছে সঙ্গীতটি। লিরিক, টিউন ও সাউন্ড ইফেক্ট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে সকলে। ভিডিও নিয়ে তাই আগ্রহের কমতি ছিলো না কোন। প্রচার-প্রচারণায়ও ছিল ভিন্ন মাত্রা। অনেকেই যিকরুল্লাহ গজলের অপেক্ষায় ফেসবুকে একাধিক পোস্ট করতেও দেখা গেছে।
এ সঙ্গীতের ভিডিও মেকিংয়েও যোগ হয়েছে ভিন্নমাত্রা। ভিডিও স্পেশালিস্ট, চলচ্চিত্র নির্মাতা ‘অহনিশ ফিল্মের’ সিইও হাসান আল বান্নার সেট, ক্যামেরায় ঢাকার মনোরম কিছু লোকেশনে ব্যায়বহুলভাবে দৃশ্যধারণ করা হয়েছে “যিকরুল্লাহ” সঙ্গীতের ভিডিওটির।
“যিকরুল্লাহ” সম্পর্কে কলরবের সিইও মুহাম্মাদ বদরুজ্জামানের সাথে আলোচনা করলে তিনি বলেন, “ইসলামী সঙ্গীতকে সমৃদ্ধ করতেই কাজ করছি আমরা, সে লক্ষে ‘যিকরুল্লাহ' সঙ্গীতটি একটু ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। সঙ্গীতের অডিও অংশ প্রথম রিলিজ ছিলো জিপি মিউজিকে। এখন ভিডিও প্রকাশ করা হচ্ছে হলি টিউন ইউটিউব চ্যালেনে। আমরা ইসলামী সঙ্গীতের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন প্রতিবার আমরা ভালো কিছু উপহার দিতে পারি সবাইকে।
https://www.youtube.com/watch?v=QVNi8lsPZ-A