
পাবলিক ভয়েস: গতকালই রাজধানীর বনানীতে পুড়েছে এফআর টাওয়ার। এতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অনেকে। এরইমধ্যে সেই বনানীতেই আরেক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন অনেকে।
ভবনটির পাঁচতলার বাসিন্দা মুন্নির বরাত তিনি বলেন, চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়ার ২টা ২০ মিনিটে দু’টি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।