সৌদিতে বিভিন্ন অভিযোগে আটক করা নারীদের মধ্যে অন্তত তিনজনকে মুক্তি দিয়েছে সৌদি প্রশাসন। আটক থাকা বাকিদেরও মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। রয়টার্স
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, সৌদি আরব গত ১৩ মার্চ ১১ নারীর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনি কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট ১১ নারীর মধ্যে বেশিরভাগই নারী অধিকার নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্ট বলে দাবি করা হয়। এদেরকে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল।
অধিকারকর্মী তিন জন নারীকে মুক্তি দেওয়ার কথা জানা গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের কাছ থেকে। বাকিদের রবিবার নাগাদ মুক্তি দেওয়ার কথা জানা গেলেও কী শর্তে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।