
পাবলিক ভয়েস: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত শ্রীলঙ্কান নাগরিকের নাম নিরস। তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান।
নিহতরা হলেন মিজান, পারভেজ, ফারুক, মনির, মামুন, মাকসুদুর ও শাহেদা।
এফ আর টাওয়ারে সার্চ অপারেশন আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
আহতদের চিকিৎসা চলছে ঢামেক, কুর্মিটোলা ও ইউনাইটেডে হাসপাতালে। ভবনের ভেতরে আটকেপড়াদের ফায়ার সার্ভিসের এয়ার লিফটে উদ্ধার করেছে।
প্রয়োজনীয় নির্দেশনা দেয়াসহ সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।