বনানীর ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এখনও অনেকে ভেতরে আটকে রয়েছেন। কিন্তু উদ্ধার কাজে ক্রেন কম থাকায় আটকে পড়াদের দ্রুত নামানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও আটকে পড়া ব্যক্তিরা।