
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিসকক্ষে আজ বুধবার আইন অনুষদের প্রকাশিত গবেষনা জার্নাল “ইসলামিক ইউনিভার্সিটি স্টাডিজ” এর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, আইন অনুষদের ডিন ও জার্নাল সম্পাদক প্রফেসর ড. রেবা মন্ডল, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ আতাউল হক, ও ভিসি অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী যথাসময়ে জার্নাল প্রকাশ করায় সম্পাদকসহ জার্নাল সম্পাদনা বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানান।