আজ ২৬ মার্চ'১৯ ইং মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে "অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক" লোকবক্তৃতা অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সঞ্চালনায় লোকবক্তৃতায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
[caption id="attachment_21336" align="aligncenter" width="300"]
বক্তব্য রাখছেন ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ[/caption]
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
এতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম এম শোয়াইব, কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমানসহ প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলাম কখনো সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়না বরং যারা ইসলামকে সাম্প্রদায়িক বলছে আদতে তারাই প্রকৃত সাম্প্রদায়িক। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।
এতে প্রধান আলোচক মাওলানা গাজী আতাউর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আরও পড়ুন :
https://publicvoice24.com/2019/03/26/৭১-এ-আলেমসমাজের-একাংশের-ভ/