নোয়াখালীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক কর্মীর উপর শিবির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ইশা ছাত্র আন্দোলনের কর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় ইশা নেতৃবৃন্দ। এর প্রতিবাদে আজ ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা মানববন্ধন করেছে এবং এই ঘৃণ্য কাজের কঠোর প্রতিবাদ জানিয়েছেন তারা।
সূত্র থেকে জানা যায়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের আওতাধীন বেগমগঞ্জ উপজেলার ১ নং আমানউল্লাহপুরের কাচিহাটা দাখিল মাদরাসায় গত ২৪ মার্চ রবিবার সকাল ৯টায় মাদরাসা ক্যাম্পাসে প্রকাশ্যে স্থানীয় শিবির কর্মীদের হামলার শিকার হয়েছেন মাদরাসা শাখা ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল দশম শ্রেণী পড়ুয়া মুহাম্মাদ নাঈম হাসান।
তারা জানান, প্রতিদিনের মত সকালে সে মাদরাসায় পৌঁছলে তার উপর শিক্ষকদের সামনেই হামলা করে মাদরাসার এলাকার চিহ্নিত শিবির নেতা অপু, মঞ্জু, রবিন, মাহবুব রাহেল ও তার সহযোগীরা। উপর্যুপরি কিল, ঘুষি ও লাথির আঘাতে নাঈম হাসানের শরীরের বিভিন্ন স্থান ফেটে রক্ত বের হয় এবং নানাস্থানে ক্ষতের সৃষ্টি হয়। এতে সে মারাত্মক আহত হয়ে বর্তমানে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, মাদরাসায় শিবিরের কার্যক্রমে সক্রীয় না থেকে ইশা ছাত্র আন্দোলনের সঙ্গে কাজ করার অভিযোগ এনে এই হামলা চালিয়েছে শিবির কর্মীরা। এমন ঘটনা ইতোপূর্বেও তারা ঘটিয়েছে বলে জানা গেছে। কিন্তু তখন স্থানীয় সালিশে ক্ষমা চেয়ে বিষংটি মিমাংসা হয়েছিল। পরবর্তিতেও এ ধারাবাহিকতা তারা বজায় রেখেছে বলে দাবি স্থানীয় নেতৃবৃন্দের। এমনকি হামলা পরবর্তীতে কেউ যেন সহায়তা করতে এগিয়ে না আসে, সেজন্য বিভিন্ন স্পটে তারা সশস্ত্র অবস্থান নিতেও দেখা গেছে। কীভাবে ছাত্র আন্দোলনের কাজ করে, দেখিয়ে ছাড়বো বলে প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে তারা।
ছাত্র শিবিরের এমন ঘৃণ্য কাজের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুহাম্মাদ আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল মুহাম্মাদ হাসান। আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,ইশা ছাত্র আন্দোলন আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। ইসলামী আদর্শের দাওয়াত সর্বস্তরের ছাত্রদের মাঝে ছড়িয়ে তাদেরকে ইসলামী সমাজব্যবস্থা গড়ার জন্য উদ্বুদ্ধ করাই ইশা ছাত্র আন্দোলনের ভিশন। ছাত্র শিবিরও একই কথা বলে। ইশা ছাত্র আন্দোলনকে তারা সহযোগি ভাবতে পারতো। কিন্তু তাদের এমন ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড সাংগঠনিক নীচতার পরিচয় বহন করে। আমরা শিবির নেতৃবৃন্দের নিকট এর বিহিত ব্যবস্থা করতে আহবান জানিয়েছি। যথোপযুক্ত ব্যবস্থা না নিলে সাংগঠনিকভাবে এর কঠোর জবাব প্রদান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।