
পাবলিক ভয়েস: মাদারীপুরে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর শহরের আমিরাবাদ এলাকার লিয়াকত আলীর নিমার্ণাধীন ভবনের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লিমন মজুমদার নামে ওই ছাত্রলীগ নেতা মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আমিরাবাগ এলাকার মিলন সিনেমা হলের পেছনে লিয়াকত আলীর নির্মাণাধীন ভবনের দোতলায় লিমন মজুমদারের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পায়। এসময় লিমনের গলায় গামছা পেচানো থাকলেও দুপা মাটির সঙ্গে লেগে ছিল। এতে তার পরিবার দাবি করছে, পূর্ব পরিকল্পিতভাবে কেউ হত্যা করে রেখে গেছে।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে লিমনের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।