তাবলীগের শীর্ষ মুরুব্বী হাটহাজারী মাদরাসার উস্তাদ মুফতী জসিমউদ্দিন অসুস্থ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী, অন্যতম মুহাদ্দিস ও তাবলীগের শীর্ষ মুরুব্বী মুফতি জসিমুদ্দীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

আজ রোববার ২৪ মার্চ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাটহাজারী মাদরাসার ছাত্র ও তার সঙ্গে থাকা মুহা. মোবারক হুসাইন পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুকে ব্যাথা অনুভব করায় চেকআপ ও প্রাথমিক চিকিৎসার জন্য আজ ২৪ মার্চ চট্টগ্রামের “ম্যাক্স হসপিটালে” তাকে ভর্তি করা হয়েছে৷ বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন৷

উল্লেখ্য যে, মুফতী জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানান রোগে ভুগছেন। তার পরিপূর্ণ সুস্থতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন তার পরিবার।

মন্তব্য করুন