গত বৃহস্পতিবার তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু জানিয়েছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে কোন সময় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন এমন প্রতিশ্রুতি তিনি মেভলুতকে দিয়েছেন।
মেভলুত জানান, গত বছর মাদুরো তাকে বলেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তিনি বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সঙ্গে বৈঠক হয়। ওইসময় ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।
জানা গেছে, তুরস্কের উসমানী খেলাফত এবং তুর্কি শাসনের স্বর্ণালি যুগ সম্পর্কে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে জানতে আগ্রহী করে তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট সুলতান এরদোগান। এবং ইসলামের সৌন্দর্যও তার কাছে তুলে ধরেছেন রিসেপ তায়েপ এরদোগান। তাছাড়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এরদোগানের ব্যক্তিত্ত্বে মুগ্ধ বলেও জানিয়েছিলেন একটি সাক্ষাতকারে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিয়মিতই এরদোগানের পক্ষ থেকে ওআইসি সম্মেলনসহ তুরস্কের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে থাকেন। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বর মাসে এরদোগান ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছিলেন।
ধারণা করা হয়, এরদোগানের সাথে এমন ঘনিষ্ঠতাই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ইসলামের দিকে আগ্রহী করে তুলেছে। হয়ত যে কোন সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেও ফেলতে পারেন।
প্রসঙ্গত : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা বিশ্বব্যাপী নির্ভিক নেতা হিসেবে পরিচিত। পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে তিনি কোন ভয় পান না। ব্যাক্তিজীবনে মাদুরো ধার্মিক ব্যক্তি। উইকিপিডিয়ার তথ্যমতে মাদুরো একজন সাই হিন্দু ধর্মের অনুসারী অর্থাত হিন্দু ধর্মের সাই বাবার অনুসারী তিনি। তার পরিবার সেফার্দিক ইহুদি বংশোদ্ভূত।
https://publicvoice24.com/2019/03/23/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/