নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে অস্ট্রেলিয়ান নাগরিক খ্রিস্টান এবং শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্টের ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার মসজিদ দুটি নতুন করে খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এদিন জুমার নামাজে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানা গেছে।
আগামীকাল মসজিদ দু'টিতে যখন মুসল্লিরা নামাজ পড়বেন, তখন মসজিদের বাইরে নিরাপত্তা দেবে নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা বাহিনী। কেবল আইন শৃঙ্খলা বাহিনীই নয় স্থানীয় তিনটি বাইকার গ্যাং মসজিদের বাইরে পাহারা দেয়ার কথা বলেছে।
শুক্রবারের আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ডের রেডিও ও টেলিভিশন
গত শুক্রবার ১৫ মার্চে শ্বেতাঙ্গ সন্ত্রাসী কর্তৃক ওই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় হামলায় ৫০ জনের শাহাদাতের পর স্থানীয় বাইকার গ্যাং দ্য মঙ্গরেল মব, কিং কোবরা ও দ্য ব্ল্যাক পাওয়ার নামের তিনটি বাইকার গ্যাং দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে। দ্য মঙ্গরেল মবের প্রেসিডেন্ট সনি ফাতু জুমআর নামাজের সময় মসজিদের বাইরে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দিয়েছেন মুসলিম নেতাদের। তিনি বলেন, আমাদের মুসলিম ভাই এবং বোনরা যতদিন পর্যন্ত মনে করবেন তাদের নিরাপত্তা এবং সহায়তা প্রয়োজন, আমরা ততদিন সহায়তা দেব।
উল্লেখ্য, ১৫ মার্চ শুক্রবার রীতিমতো ঘোষণা দিয়ে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় উগ্র মুসলিমবিদ্বেষী শ্বেতাঙ্গ সন্ত্রাসী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন টেরেন্ট। এতে পাঁচজন বাংলাদেশীসহ শহীদ হন ৫০ মুসল্লি। গুরুতর আহত হন আরও ৫০ জন।
https://publicvoice24.com/2019/03/21/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae/