
বেরোবি প্রতিনিধি: আবারো বন্ধ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই হলের ডাইনিং। এতে করে চরম ভোগান্তিতে পরেছে শিক্ষার্থীরা। প্রায় ৮ মাস থেকে বেতনভাতা না পাওয়ায় গতকাল বুধবার (২০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ও শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং বন্ধ করে দিয়েছে কর্মচারীগণ। তারা জানান, বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নামেমাত্র বেতন দেয়া হতো। সেই নামে মাত্র বেতনও প্রায় ৮ মাস থেকে দেওয়া হচ্ছে না। এতে, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।
কর্মচারীগণ জানান, নিয়মিত কাজ করেও আমরা বেতন পাচ্ছি না। এতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তাই তাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজ-কর্মের পাশাপশি ডাইনিংও বন্ধ রাখা হয়েছে।
বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী মইনুল বলেন, হলের ডাইনিং বন্ধ হওয়ায় তাদেরকে বাইরের হোটেলে চড়া দামে খাবার খেতে হচ্ছে। বেশী টাকা ব্যায় করে অস্বাস্থ্যকর খাবার খেতে হচ্ছে।
নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমার সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ডাইনিং বন্ধ থাকায় বাহিরে গিয়ে খেতে হচ্ছে। এতে আমাদের সময় ও অর্থের অপচয় হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব হল কতৃপক্ষ যেন ডাইনিং পুনরায় চালু করেন।
এবিষয়ে শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়াই মানবেতর জীবন যাপন কারছেন ডাইনিংয়ের কর্মচারীগণ। এ বিষয়ে বার বার প্রভোস্টের সাথে কথা বললে উনি সময় নিয়েছেন। পরবর্তীতে ফান্ডে টাকা না থাকার অজুহাতে তাদেরকে বেতন দেওয়া হয় নি। আমরা চাই নূন্যতম মজুরী আইন মেনে তাদের বেতনের বিষয়ে সুষ্ঠু সমাধান করা হোক।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুল গাছের জন্য কয়েক লক্ষ টাকা বাজেট রাখতে পারেন অতচ হলের ডাইনিং এ কয়েক টাকাও ভর্তুকি দেয় না। ডাইনিং এর কর্মচারীদের বেতন বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে দেওয়া হলে ডাইনিং বন্ধ হত না।
শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট ফেরদৌস রহমান বলেন, হলের ফান্ডে টাকা নেই, তাই বেতন দেয়া সম্ভব হচ্ছে না।