নিরাপদ সড়ক চাই
ইবরাহিম হাসান হৃদয়
সড়ক যে আজ মৃত্যুপুরী
চলছে গাড়ি বাস,
নিত্যদিনেই মরছে মানুষ
হচ্ছে শুধু লাশ।
নয় নিরাপদ সড়ক গুলো
নয় নিরাপদ গাড়ীও,
ফেরার জন্য টিকেট করে
হয়না ফেরা বাড়ীও।
হেলপার সব চালক হলো
নেই কোনো লাইসেন্স,
ঘুষের টাকায় ট্রাফিক চলে
তাই ওদের নাই সেন্স।
চাইনা কভু রাজপথে আর
জীবন কারো ঝরে যাক,
চাই নিরাপদ চালকও গাড়ি
মানুষগুলো রক্ষা পাক।
তাইতো এখন করছি দাবি
চাই নিরাপদ সড়ক চাই,
তুলছে স্লোগান ছাত্র সমাজ
মরলো কেন আমার ভাই।