কাশ্মীরে ভারতীয় পুলিশ হেফাজতে রিজওয়ান পণ্ডিত (২৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। পুলওয়ামা জেলার অবন্তিপোরার বাসিন্দা রিজওয়ান পণ্ডিত স্থানীয় একটি বেসরকারি স্কুলে পড়াতেন। সন্ত্রাসী ঘটনায় যুক্ত থাকার কথিত অভিযোগে নিরাপত্তা এজেন্সি গত তিন দিন আগে তাঁকে গ্রেফতার করেছিল।
পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল (সোমবার) দিবাগত মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করে আগামীকাল (বুধবার) কাশ্মির উপত্যকায় বনধের ডাক দেয়া হয়েছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর, মৈসুমাসহ বিভিন্ন এলাকায় বনধ (অবরোধ) পালিত হয়। আজ জামিয়া মসজিদ থেকে মাইকে বনধের আহ্বান জানানোর পরে নৌহাট্টা, গোজওয়ারা, রাজৌরি কদল, হাওয়াল ও খানইয়ার এলাকার ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন। দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরা এলাকায় সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সড়কে যান চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করে দেয়।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এর যথাযথ তদন্তসহ হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।