কোন রকম উসকানি ছাড়াই মিয়ানমারের হ্যাকার গ্রুপ বাংলাদেশের সাইবার স্পেসে হামলা করে দু একটি ওয়েবসাইট হ্যাক করার জবাবে বাংলাদেশের দক্ষ হ্যাকাররা মিয়ানমারের গুরুত্বপূর্ণ একাধিক ওয়েবসাইট হ্যাক করে নেয়ার দাবি করেছে সাইবার-৭১ গ্রুপ।
সাইবার-৭১ এর অফিসিয়াল গ্রুপে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় ১০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করার তথ্য জানানো হয়েছে। সেখানে যেভাবে আছে বিভিন্ন বিজনেস ওয়েবসাইট তেমনিভাবে আছে সরকারী ওয়েবসাইটও। হ্যাকার-৭১ গ্রুপ থেকে জানানো হয়েছে তারা এ আক্রমন অব্যহত রাখা হবে।
মিয়ানমারের হ্যাক হওয়া সরকারি-বেসরকারি সাইটগুলোর মধ্যে রয়েছে:-
http://industry.gov.mm
http://moi.industry.gov.mm
http://doca.gov.mm
https://www.myanmarconstitutionaltribunal.org.mm
http://www.aec.com.mm
http://www.mofa.gov.mm
www.myanmarchm.gov.mm/
www.meb.gov.mm/
https://www.dar.gov.mm/
হ্যাক হওয়া সাইটগুলোতে প্রবেশ করলে দেখা যাচ্ছে HACKED by BANGLADESH।
প্রসঙ্গত : বাংলাদেশের দক্ষ হ্যাকার গ্রুপ ‘সাইবার-৭১’ বাংলাদেশের সাইবার স্পেস নিরাপদ রাখায় অঙ্গিকারাবদ্ধ তারা দেশের সাইবার জগতে কোথাও কোন আক্রমন হলে তারা প্রতিহত করে থাকে।