শেখ নাসির উদ্দিন, খুলনা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে নৃশংসভাবে খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক অর্ধ শতাধিক মুসলিম গণহত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারী বিএল কলেজ শাখার উদ্যোগে দৌলতপুর কলেজ মেইন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও কলেজ সাধারণ সম্পাদক মুহা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন।
আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য মুহা. ইসহাক ফরীদি, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি এসকে নাজমুল হাসান, সহ সভাপতি শেখ নাজমুল হুদা, মুহা. আলফাত হোসেন লিটন, বিএল কলেজ সহ সভাপতি মুহা. আল আমিন, মুহা. শফিকুর রহমান, মুহা. ইনামুল হাসান সাইদ, মুহা. হাবিবুল্লাহ, মুহা. ইয়ামিন মোল্লা, মুহা. বনি ইয়ামিন, মুহা. মমইনুল ইসলাম, আবুল কাশেম, মুহা. রাসেল, মুহা. সাব্বির রহমান, মুহা. লাল চান প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় নগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, বিশ্বব্যাপী মুসলীম নিধনের ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের ঘটনা ঘটেছে। মসজিদে নৃশংসতা প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা ক্রুসেডাররা তাদের হিংস্র চেহারা প্রদর্শন করেছে। পশ্চিমা সমাজে ইসলামের বিরুদ্ধে অবাধে ঘৃণা চর্চার ফলাফল এই হত্যাকাণ্ড। ইসলামের বিরুদ্ধে অঘোষিত ক্রুসেডের নমুনা এই হত্যাকাণ্ড। অস্ট্রেলিয়ান সাংসদের নৃশংসতাকে সমর্থন সেটাই প্রমাণ করে।
তিনি বলেন, নব্য এসব ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলমানদের সজাগ হতে হবে অতিশীঘ্রই। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের অভিভাবকের ভূমিকা পালন করার জন্য খিলাফত আলা মিনহাজুন নবুওয়াতের নমুনায় রাষ্ট্রগঠনের বিকল্প নেই। সেই রাষ্ট্রে থাকবে সকলের সহাবস্থান। শান্তি ও কল্যাণের এমন রাষ্ট্র বিনির্মানে ছাত্রসমাজকে ইশা ছাত্র আন্দোলনের পতাকাতলে শামিল হয়ে আন্দোলনকে বেগবান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, নিউজিল্যান্ডের ঘটনায় বহির্বিশ্বে জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা প্রদানে দুর্বলতা ও অবহেলা ফুটে উঠেছে। রাষ্ট্রকে অবশ্যই এসব দিকে সতর্ক অবস্থান বজায় রাখতে হবে। শহীদ বাংলাদেশীদের পরিবার পরিজনের জীবনমান যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে নজর দিতে হবে। খুনির বিচার নিশ্চিতের ব্যাপারে সোচ্চার হতে হবে।
খুলনা সরকারি বিএল কলেজে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ছাত্র সংসদ সচল করার লক্ষ্যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান কলেজ নেতৃবৃন্দ।