
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরের মির্জাপুর গ্রামে শুভ মন্ডল নামক এক ভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ গতকাল রোববার (১৭ মার্চ) দুপুরে ওই গ্রামের একটি বাগানের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলা সদরের মির্জাপুর গ্রামের অজিত মন্ডলের ছেলে ভাটা শ্রমিক শুভ মন্ডলের (২২) রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয় এবং পরদিন গত রোববার দুপুরে গ্রামের অরুণ মহালদারের বাগানের ভিতরে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ডুমুরিয়া থানার এস আই পিযুষ কান্তি বলেন, আম গাছের ডালের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্নহত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি তবে উলঙ্গ অবস্থায় ছিল। লাশের সুরোতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।