পাবলিক ভয়েস: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু ব্রিজের উপরে বাস-ট্রলি সংঘর্ষের ঘটনায় ট্রলির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়।
গতকাল রোববার রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম (৪০) সিরাজগঞ্জের দত্তবাড়ি পশ্চিম পাড়ার বেল্লাল তালুকদারের ছেলে।
জানা যায়, গতকাল রোরবার রাতে উত্তরবঙ্গগামী সোনার তরী পরিবহনের একটি বাস বঙ্গবন্ধুর উপরে চলাচলরত অবস্থায় একইদিকগামী মাটি কাটার একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হয় এবং ট্রলিতে থাকা আরো ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে।