
পাবলিক ভয়েস: ঝালকাঠিতে মিছিল করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অপরাধে নৌকা প্রতীকের এজেন্ট এসআর মানিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্থানীয়দের কাছ থেকে শুনে ও সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক এসআর মানিককে জরিমানা করেন।
প্রসঙ্গত, এর আগেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফুর রহমান খানের প্রচারকাজে নিয়োজিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।