বাইজিদ আল-হাসান, ওমান প্রতিনিধি :
ওমানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে। বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়।
১৭ মার্চ দিনের কার্যসূচির প্রারম্ভেই জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আয়োজকরা। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জন্মদিনের বিশেষ কেক কাটা হয়।
রোববার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল এমএস ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান। জানে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক জয়রাম কান্তি দে স্যার ও নাসিম ইকবাল প্রমুখ।
[caption id="attachment_19762" align="alignnone" width="300"]
শিশুদের প্রতিযোগীতা অনুষ্ঠান[/caption]
দিবসটির উপর আলোচনায় অংশ নিয়ে ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, বঙ্গবন্ধু তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষকে একটি শোষণহীন, সুখী ও সমৃদ্ধ জীবন উপহার দিতে। শত জুলুম অত্যাচার ও অবিচার কোন কিছুই তাকে তার লক্ষ্য হতে বিচ্যুত করতে পারেনি।
তিনি আরো বলেন, জীবনের দীর্ঘ একটি সময় বঙ্গবন্ধুর কেটেছে কারাগারে। শ্রেষ্ঠ সময়ের এতগুলো বছর তিনি অকাতরে কারাগারের ভেতরে কাটিয়ে দিয়েছেন একটা আদর্শকে, একটা স্বপ্নকে ধারণ করে মানুষের কাছে সেগুলো পৌঁছে দিতে।
বঙ্গবন্ধুর ছেলেবেলা অনুকরণীয় উল্লেখ করে অনুষ্ঠানে আগত শিশুদের বঙ্গবন্ধুর জীবনী পাঠ করার আহ্বান জানান। তিনি শিশুদের বঙ্গবন্ধুর দুইটি গুণ আত্মস্থ করতে বলেন, একটি হলো অন্যায়কে মেনে না নেয়া, অন্যটি হলো দেশকে ভালোবাসা।
[caption id="attachment_19763" align="alignnone" width="300"]
উপস্থিত প্রবাসীরা[/caption]
অনুষ্ঠানে হাসানুজ্জামান উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন এবং সারা বিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানানোর সহজ উপায় হলো তার আদর্শকে মাথায় নিয়ে যার যার অবস্থানে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া ১ম, ২য় ও ৩য় সেরা তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অভিভাবক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতারা।
উল্লেখ্যঃ ওমানের মাটিতে এটিই একমাত্র স্কুল, যেই স্কুলটি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। এছাড়াও ওমানে একমাত্র এই স্কুলটিতেই বাংলা এবং ইংলিশ মিডিয়ামে পাঠাদান করা হয়। বাংলাদেশী শিক্ষার্থী ছাড়াও ওমানি,ইন্ডিয়ানি, মিশরী ও পাকিস্তানি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করছে স্কুলটিতে। ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এর দক্ষ পরিচালনায় বেশ সুনামের সাথেই দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি।