আলমগীর হোসেন :
সততার পরিচয় দিয়ে কুড়িয়ে পাওয়া মোবাইলটি ফেরত দিলেন রবিন নামের এক যুবক। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তরের দশানী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন সকালে তার মেয়েকে স্কুলে দিতে গিয়ে স্কুলের মাঠে একটি মোবাইল পড়ে থাকতে দেখতে পায়। একটু পরই দুটি ছেলে এগিয়ে আসলে রবিনও সেখানে যায় এবং ওই দুই ছেলে মোবাইলটি তাদের বলে দাবি করলে রবিন তখন তাদের কাছে প্রমাণ চায়। আমতা আমতা করে তারা প্রমাণ দিতে ব্যার্থ হয়।
তারপরও তারা মোবাইলটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। একপর্যায়ে আরও বেশ কয়েকজনের সহায়তায় মোবাইলটি রবিন তার নিজ আয়েত্বে নিয়ে নেয়, এরপর মোবাইলের সঠিক মালিক খোঁজ করে মোবাইলটি তাকে ফেরৎ দেয়।
মোবাইলটি ফেরৎ পেয়ে মোবাইলের মালিক বেশ খুশি হয়। সে জানায় আমি রবিনের সততায় মূগ্ধ। এ সময় এসে এমন মানুষ পাওয়া ভাগ্যের। তার সততার জন্য আমি তার জন্য দোয়া করি। সে আরও জানায় আমি তাকে এর প্রতিদানে খুশি হয়ে বখশিশ দিতে চাইলে সে না নিয়ে দোয়া চায় আমার কাছে।
রবিন জানায়, সে আরও একদিন সিএনজিতে একটি দামী মোবাইল পেয়ে সে মোবাইলের মালিককে ফেরৎ দিয়েছিল।