পাবলিক ভয়েস: সিরাজগঞ্জের রায়গঞ্জে বালি বোঝাই ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে।
আজ রোববার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধানঘড়া-বাগবাটি রাস্তায় মকিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে। নিহত শাহিদা খাতুন উপজেলার চাদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, পার্শ্ববর্তী কাজিপুর উপজেলা থেকে বালু বোঝাই একটি ট্রাক রায়গঞ্জে আসার পথে মকিমপুরে যাত্রী বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী সাহিদা খাতুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও তিন যাত্রী।