পাবলিক ভয়েস: অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন সতেরো বছরের এক অস্ট্রেলিয়ান কিশোর। তাকে এখন 'ডিম বালক' নামেই ডাকা হচ্ছে।
কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং শনিবার মেলবোর্নে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে সময় ১৭ বছরের ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙ্গে।
ভিডিওতে দেখা যায়, এরপরে সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা এতে তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে।
বার্তা সংস্থা প্রেস এসোসিয়েশন বলছে, পুলিশ জানিয়েছে যে ওই কিশোরকে আটক করা হলেও কোন অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আরো তদন্তের পরে ঠিক করা হবে, এই ঘটনায় কোন অভিযোগ গঠন করা হবে কিনা।
নিউজিল্যান্ড মসজিদে খ্রিস্টান জঙ্গী হামলার ঘটনায় মুসলমান অভিবাসীদের দায়ী করে মন্তব্যের কারণে মি. অ্যানিং কড়া সমালোচনার মুখে পড়েছেন। শুক্রবার দুটি ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৫০ জন শাহাদাতবরণ করেছেন।
তবে ডিম হামলার ঘটনার পরে- যে ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হলেও অভিযোগ না এনেই ছেড়ে দেয়া হয়েছে- অনেক সমর্থক টুইটারে তাকে 'হিরো' বলে সম্বোধন করছেন।