পাবলিক ভয়েস: সিরাজগঞ্জ ১নং শহর পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করায় জঙ্গি সন্দেহে ইব্রাহিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড় পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। আটক ইব্রাহিম সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের রাজিপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে প্রবেশ এবং পুলিশের ওপর আক্রমণ বিষেয় জানতে চাইলে সে জানায়, তার ওপর বিশেষ দায়িত্ব আছে। এজন্য সে এ কাজ করেছে। তবে কে বা কারা দায়িত্ব দিয়েছে সে বিষয়ে কিছু বলেনি।
তিনি বলেন, ইব্রহিমের কাছ থেকে এমন কথা শোনার পর পুলিশ ধারণা করছে তার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক থাকতে পারে। তাই তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসার জন্য তাকে সদর থানার এসআই আনিছুর রহমানের মাধ্যমে থানা হেফাজতে পাঠানো হয়।