পাবলিক ভয়েস: পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিউজিল্যান্ডের মতো দেশে এমন সন্ত্রাসী হামলা ঘটেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, গেমের মতে মানুষ মারতে ভিডিওতে দেখলাম বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গতকাল শুক্রবার রাতে (১৫ মার্চ) সিলেটে নিজ বাসভবনে সময় সংবাদকে তিনি বলেন, এ সন্ত্রাসী হামলা দুঃখজনক। বাংলাদেশ ক্রিকেট দলকে দ্রুত ফিরিয়ে আনার কথাও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, গেমের মত ভিডিও দেখলাম একটা লোক মেরে যাচ্ছে কোন ধরনের সিকিউরিটি নেই, এ ঘটনা খুবই হতাশ করেছে। সেই ঘটনায় ৪৯জন লোক মারা গেছে। নিউজিল্যান্ড নিরাপত্তাহীনতায় ভুগছে, অগ্রিম একটা নিরাপত্তা টিম থাকলে ঘটনাটি ঘটতো না। বড় একটা ক্রিকেট টিম সে দেশে রয়েছে, বর্তমানে তারা নিরাপত্তায় রয়েছে। যখনি ফ্লাইট পাওয়া যাবে তাদের দ্রুত নিয়ে আসা হবে।