নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে উগ্রবাদী খৃস্টান সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলায় নিহত ও আহতদের খোঁজ নেয়ার পাশাপাশি তাদের সহজ সেবা প্রদানের লক্ষ্যে আজ শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রতিনিধি দলে থাকবেন নিউজিল্যান্ডের রাজধানি অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের দু’জন কর্মকতা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা জানিয়েছেন।
এর আগে ড. মোমেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সের কাছে পাঠানো এক বার্তায় বলেন,‘ ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশী বংশোদ্ভুতরাসহ প্রায় ৪৯ জন মানুষের হত্যাকান্ডের ঘটনায় আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, ধর্মীয় স্থানে নিরিহ মানুষের ওপর এ ধরনের বর্বর হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা পুরো বিষয়ের খোজ-খবর রাখছি।
গণমাধ্যমকে ঘন্টায়-ঘন্টায় সেখানের খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চে আমাদের ক্রিকেট টিম অবস্থান করছে, যারা এ ঘটনার সময় নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। কিন্তু, আমাদের সৌভাগ্য যে, তারা মসজিদে পৌঁছার আগে হামলার তথ্য পেয়ে হোটেলে নিরাপদে ফিরে গেছে। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সেদেশের আইনশৃংখলা বাহিনী ও সরকার। খেলোয়াড়দের বাংলাদেশে নিরাপদে পৌছানোর সব ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
ড. মোমেন এমন ন্যক্কারজনক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহত মুসলমানদের মাগফিরাত কামনা করেছেন ও সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।