রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের বাংলাদেশের অঙ্গসংগঠন ‘ইসলামী শ্রমিক আন্দোলনের’ ব্যবস্থাপনায় দিনব্যাপী জাতীয় শ্রমিক কনভেনশনের সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে আগত হাজারো শ্রমজীবী মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে এ জাতীয় শ্রমিক কনভেনশন।
কনভেনশনে সভাপতির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন এ দেশের শ্রমিকদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে তিনি আরো বলেন শ্রমিকরাই দেশের মূল ভিত্তি তাদের প্রতি কোন ধরনের অবিচার করা যাবে না এরপর তিনি শ্রমিক কনভেনশনে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
https://publicvoice24.com/2019/03/15/sromik-convention/