রাজধানী ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ কওমি মাদরাসার দাওরায়ে হাদীস সমাপনী ছাত্রদের খতমে বোখারী উপলক্ষে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়ার প্রধান হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
তিনি আজ বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন এবং মাগরিবের কিছুক্ষণ পূর্বে ফরিদাবাদ মাদ্রাসায় গেলে ছাত্ররা তাকে উষ্ণ সংবর্ধনা জানায়।
তিনি ঢাকায় পৌছেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।
আল্লামা আহমদ শফী বলেন, আজ শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছের মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যাক্কারজনক ঘটনায় স্তব্দ ও শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছ
নিউজিল্যান্ড সরকারের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, এ হামলার অন্যতম উপকরণ ছিলো ইসলামফোবিয়া। পশ্চিমাদের মাঝে শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসী ও আগ্রাসি হিসেবে উপস্থাপন করা হয়। আমি মনে করি, আপনার দেশে মুসলমানদের নিরাপদ অবস্থান নিশ্চিত করবেন। তাদের ধর্মপালন ও ধর্মপ্রচারে মহানুভবতার পরিচয় দিবেন। এবং ইসলামবিদ্বেষী বই, প্রচারপত্র এবং মিডিয়াভিত্তিক অপপ্রচার বন্ধে সচেষ্ট থাকবেন।
কাল শনিবার ফরিদাবাদ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে পবিত্র বুখারী শরীফের শেষ দরন দিবেন আল্লামা শাহ আহমদ শফী।