
পাবলিক ভয়েস: জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরুল হক (৬০) নামে এক ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় ৪ সিএনজি যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টায় সদর উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুল হক শহরের মুসলিমাবাদের বাসিন্দা। স্বর্ণের ব্যবসা করতেন তিনি।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, জামালপুর থেকে ৫ যাত্রী নিয়ে সিএনজিটি জামতলী এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
সংঘর্ষে সিএনজি ধুমড়ে মুচরে যায় ও ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী নুরুল হক নিহত হন।
এঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।