পাবলিক ভয়েস: ইসলামী সঙ্গীত জগতের প্রাণপুরুষ মরহুম আইনুদ্দিন আল আজাদের পিতা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। হাসপাতালের একটি ছবি নিয়ে অনভিপ্রেত বিতর্কের বিষয় নিয়ে কলরবের দায়িত্বশীলরা আগে থেকেই জানিয়েছেন, আইনুদ্দিনের বাবার চিকিৎসা সেবাসহ সার্বিক সকল বিষয়েই কলরব সমসময় তাদের পাশে আছে।
এমনকি এ বিষয়ে বিভিন্নজনের ফেসবুকে চাওয়া সাহায্য সহযোগীতার বিষয়টি ভালোভাবে নেয়নি তারা। মুহাম্মদ বদরুজ্জামানের সাথে পাবলিক ভয়েসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এ বিষয় সার্বিক বিশ্লেষণ করে কলরবের সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের সাথে পাবলিক ভয়েসের পক্ষ থেকে দীর্ঘ আলাপ হয়। আলাপকালে তিনি আইনুদ্দিন আল আজাদের বাবার চিকিৎসা ও সার্বিক বিষয়ে সবকিছু পরিস্কার করে কিছু তথ্য জানিয়েছেন।
আইনুদ্দিন আল আজাদের পিতার অসুস্থতার খবর কবে জানতে পেরেছেন জানতে চাইলে তিনি বলেন, গত পরশু (৮মার্চ) গালিবের আম্মু আইনুদ্দিন ভাইর সম্মানিত স্ত্রী আমাদের কল দিয়ে আজাদ ভাইর বাবার অসুস্থতার কথা জানান । জানার পর আপনারা কী পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, জানা সাথে সাথে আমি আজাদ ভাইর বড় ভাই শামসুল আলম ভাইকে কল দেই । তিনি আমাকে জানান, আব্বা গুরুতর অসুস্থ । ঝিনাইদহর ডাক্তার ফরিদপুর মেডিকেলে রেফার করেছে । এখন আব্বা শুধু গালিবকে দেখতে চাচ্ছেন, তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। ভাইয়ের কথা শুনে প্রথমেই বলেছি যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসেন । তিনি বলেছেন আগে সেখানে নিয়ে যাই, ডাক্তার আগে দেখুক তারপর সিদ্ধান্ত নেবো ঢাকা আনবো কি না ।
আমি তার কথায় সম্মতি দিয়ে বলেছি ঠিক আছে তবে আমাদের অফিস থেকে কিছু টাকা পাঠানো হচ্ছে। হাসপাতালে ভালো ব্যবস্থাপনা কইরেন এবং যখন যা লাগে আমাদের জানাবেন আমরা সার্বিক যা লাগে সব করবো। গালিবকে পাঠিয়েছিলেন কী না জানতে চাইলে বলেন, শামসুল আলম ভাইয়ের সাথে কথা বলেই ফোন রেখে সরাসরি প্রোগ্রাম থেকে গলীবের মাদরাসায় চলে যাই আমি। গালিবের ছুটি কনফার্ম করি। এবং সেদিন সকালেই আমাদের এক শিল্পীকে সেখানকার অবস্থা দেখার জন্য গালিবসহ পাঠিয়ে দেই । সবকিছু জেনে আজ সকালে সে ঢাকায় পৌছায় কারণ তার মাদরাসায় পরীক্ষা চলছে ।
কলরবের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে কী ভূমিকা রাখা হয়েছে জানতে চাইলে বদরুজ্জামান বলেন, “এরই মাঝে কলরবের সবার সাথে পরামর্শ করে আমাদের পরিচিত ডাক্তারদের সাথে আলাপ হয়েছে। আমরা তার সবধরণের চিকিৎসা সেবার ব্যবস্থা করতে প্রস্তুত” ফেসবুকের বিতর্ক বিষয় জানতে চাইলে বলেন, বিষয়গুলো আমরা ফেসবুকে শেয়ার করিনি। করার প্রয়োজন করিনি কারণ এটা ফেসবুকের বিষয় না তাছাড়া ওনাকে নিয়ে ফেসবুকে কোনকিছু করা এটা অনেকটাই আজাদ ভাইর বাবার সম্মানহানী।
আমরা কলরবের পক্ষ থেকে আজাদ ভাইর পরিবারের বিষয় সাধ্যনুযায়ী সবসময় যে কোন কিছু করার চেষ্টা করি। কারও এ বিষয়ে জানা লাগলে আমাদের অফিসে আসুন, জানুন, তারপর লিখুন। না জেনে অনুমানের উপর ভিত্তি করে আজাদ ভাইর পরিবার নিয়ে অসম্মানজনক কিছু কইরেন না। আজাদ ভাইর বাবার যে ছবিটা নিয়ে কথা বলছে অনেকে ঐ ছবিটাই মূল ছবি না বরং হাসপাতালের বেডে তিনি এখন ভালো অবস্থাতেই আছেন। আমরাও তার সার্বিক খোঁজ-খবর রাখছি।
উল্লেখ্য যে, আজ বাদ মাগরিব কলররবের কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম আইনুদ্দিন আল আজাদের পিতার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলরবের সকল শিল্পী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।