আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। চেয়ার টেবিল খালি পড়ে আছে। নেই কোন লোকজনও। তবে নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন আরও পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে। রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে জেলার পাঁচটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। চেয়ারম্যান পদে ১৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বোদা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ফারুক আলম টবিকে আগেই নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
পাঁচ উপজেলায় মোট ভোটার ৭ লাখ ১৪ হাজার ১২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৪৬৮ জন। তবে কত পার্সেন্ট ভোটার ভোট দেবে তা বলা মুশকিল।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলায় ১১ প্লাটুন বিজিবি, র্যাবের ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধিনে পুলিশের ভ্রাম্যমাণ টিম নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে।