ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আত্মপ্রকাশ করলো বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ছাত্র ইউনিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ কে শিক্ষার্থীদের মধ্য ছড়ায় দেওয়ার জন্য ২০০২ সালে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠা করেন।
বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক সিরাজুল হক আলো।
বর্তমানে বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল আমিনকে আহ্বায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার সংগঠনটির ছাত্র ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন— যুগ্ম আহবায়ক অপূর্ব বিশ্বাস, মো. আবিদ হাসান, এস এ এম নুরুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, হাসিবুল হাসান, মো. জালাল উদ্দিন, ইলিয়াস হোসাইন, সুস্ময় কুন্ডু, মীর ইসরাত সৈকত।
সদস্যরা হলেন— জহিরুল ইসলাম, আরিফ শেখ, তানভীর হোসাইন, মো. এনামুল হক, মো. শাবাব সাবিক, মো. তমাল, মো. ফায়াজ আহমেদ, নাইমুর রহমান প্রমুখ।
গত বৃহস্পতিবার (৭মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনার মাধ্যমে সংগঠনটির ববি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।