
পাবলিক ভয়েস: নগরের স্টেশন রোড এবং মনছুরাবাদ এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ও নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আজ শনিবার (৯ মার্চ) ভোররাতে এবং গতকাল শুক্রবার (৮ মার্চ) গভীর রাতে পৃথক এ দুটি অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, স্টেশন রোড এলাকার হোটেল প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম শাহিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, নীল রঙের প্যাকেটে মোড়ানো ছিল এসব ইয়াবা। এসময় ওই ব্যক্তির সঙ্গে নগদ টাকা ও দুটি মুঠোফোনও পাওয়া গেছে।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মোমিনুল হাসান জানান, ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ ডিটি রোড এলাকার তায়েফ হোটেলের সামনে অভিযান চালিয়ে মো. সোবহান আলী (২৬) ও আব্দুল সালাম (২৪) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এসআই মোমিনুল জানান, আসামি সোবহান আলী ফটিকছড়ির ভূজপুর থানাধীন বাগানবাজার এলাকার বাসিন্দা। আর আব্দুল সালাম থাকে তুলাতলী এলাকার আলম কলোনীতে। জিজ্ঞাসাবাদে তারা মো. মোবারক, মো. রফিকসহ আরও কয়েকজন মাদক বিক্রেতার নাম জানিয়েছে। ডবলমুরিং থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।