কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপি-জামায়াতের রাজনীতির সমালোচনা করতে গিয়ে বলেছেন, জামায়াত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসীরা মানবজাতির শত্রু, তারা মানবজাতিকে ধ্বংস করে। ধর্মের নামে যারা রাজনীতি করে তারা মানবজাতির ক্ষতি করে, ধ্বংস করে । ধর্মের নামে দেশে কোনো রাজনীতি হবে না।
শুক্রবার দুপুরে বান্দরবানের পুরাতন রাজবাড়ির মাঠে ১৪১তম বোমাং রাজপুণ্যাহ অনুষ্ঠানের খাজনা আদায়ের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির রাজনীতি সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতি করে জেলে আছেন, কোনো রাজনৈতিক কারণে তাকে জেলে দেয়া হয়নি। কিন্তু দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের মাধ্যমে তারা খালেদা জিয়াকে মুক্ত করতে চায়। আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে, জীবন্ত মানুষকে হত্যা করে এদেশে কোনো দিন আন্দোলন হবে না । বর্তমান সরকার অনেক বেশি সুসংগঠিত।
তিনি আরও বলেন, দেশের জন্য বড় হুমকি হচ্ছে জঙ্গি। বর্তমান সরকার তাদের কঠোরভাবে মোকাবিলা করছে।
বোমাং রাজা ও সার্কেল চিফ উচপ্রু চৌধুরীর সভাপতিত্বে খাজনা আদায় উৎসবে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বান্দরবানের ১০৯টি মৌজার হেডম্যান-কারবারিদের কাছ থেকে খাজনা আদায় করেন রাজা উচপ্রু। এ সময় খাজনা হিসেবে প্রজারা মুরগি, দেশীয় মদ ও নগদ অর্থ প্রদান করেন। এরপর আদিবাসীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা ।