পাবলিক ভয়েস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান সাক্ষরিত একপত্রে এ কথা জানানো হয়।
জামালগঞ্জ ছাড়াও আদিতমারি ও পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচনও স্থগিত কার হয়।
পত্রে বলা হয়, তিনটি উপজেলায় ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচলনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পত্রে নির্বাচন কমিশনের স্বিদ্ধান্ত অুনযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটানিং অফিসারকে নির্দেশ দেয়া হয়।
জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জামালগঞ্জ উপজেলায় নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী রোববার জামালগঞ্জসহ সুনামগঞ্জের ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।