
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মহানগর পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানাধীন শিরোমনীস্থ বিআরটিএ অফিসের আশ পাশ এলাকায় অভিযান চালিয়ে ৭ জন দালালকে গ্রেফতার করেছে।
গ্রেফতারা হলো- ১) মোঃ আল আমিন ফকির (৩২), পিতা-মৃত নাজিম ফকির, সাং- যোগীপোল ৮ নং ওয়ার্ড, ২) মোঃ ইব্রাহিম মির্জা (৬২), পিতা- মৃত বেলাল মির্জা, সাং- যোগীপোল ৭ নং ওয়ার্ড, ৩) মোঃ মঞ্জুর আহম্মেদ (৪০), পিতা-মৃত নুর আলী খাঁ, সাং-সোনালী জুট মিল কলোনী, ৪) আহাদ আলী (২৯), পিতা-মৃত আতিয়ার রহমান, সাং- শিরোমণি দক্ষিণপাড়া, ৫) মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত আব্দুল গফ্ফার, সাং- যোগীপোল ৭ নং ওয়ার্ড, ৬) মোঃ মোশারফ হোসেন (৪০), পিতা- মৃত খলিলুর রহমান, সাং-যোগীপোল ৮ নং ওয়ার্ড, সর্ব থানা-খানজাহান আলী, মহানগর খুলনা, ৭) মোঃ কামাল মিয়া (৪৪), পিতা-মোঃ আবুল মিয়া, সাং-পূর্ব সেনপাড়া, থানা-দৌলতপুর সর্ব জেলা-খুলনা মহানগর গণকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ, খুলনা অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।