পাবলিক ভয়েস: ত্রিপুরার আগরতলায় এক কার্টন নিষিদ্ধ কফ সিরাপসহ পার্থ পাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জিআরপি থানার পুলিশ সুপার (এসপি) পিনাকী সামন্ত।
তিনি জানান, গতকাল বুধবার (৬ মার্চ) দিনগত রাতে জিআরপি থানার পুলিশ আগরতলা রেলস্টেশনে রুটিন মাফিক তল্লাশি চালাচ্ছিল। এ সময় এক কার্টন কফ সিরাপ নিয়ে স্টেশন থেকে বের হচ্ছিলেন পার্থ পাল। পরে তাকে থামিয়ে তল্লাশি করলে কার্টনের ভেতর থেকে ৬০০টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। সিরাপগুলোর বাজারমূল্য এক লাখ রুপি।
তিনি আরও জানান, আটক পার্থ পাল আগরতলার জয়নগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বর্তমানে তিনি জিআরপি থানায় আছেন। তার সঙ্গে পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।