তরুণদের মাসিক কাগজ নবধ্বনি পরিবার আজ (৬ মার্চ) বুধবার রাজধানীর পল্টন এলাকায় বার্ডস আই চায়নিজ রেস্টুরেন্টে উদীয়মান ৫ তরুণ লেখকদের নিয়ে এক সান্ধ্যভোজের আয়োজন করেছে।
সান্ধ্যভোজে আমন্ত্রিত পাঁচ তরুণ লেখক—কাউসার মাহমুদ, হাসান ইনাম, সালমান সাদ, হাসিব ইমতিয়াজ, যিয়াদ বিন সাঈদ—এর সঙ্গে এ সময় বিশেষ মতবিনিময় করেন নবধ্বনির নির্বাহী সম্পাদক ও গ্রন্থলেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর, সহকারী সম্পাদক হামমাদ রাগিব এবং অপর সহকারী সম্পাদক নাজমুস সাকিব।
কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর আমন্ত্রিত পাঁচ তরুণকে উদ্দেশ করে বলেন, নবধ্বনি ভিন্নমাত্রার মাসিক কাগজ, এবং তা কেবল তরুণদের জন্যই। আপনারা নিয়মিত লিখছেন নবধ্বনিতে এবং চমৎকার লিখছেন, নবধ্বনি কর্তৃপক্ষের মনে হয়েছে জাতিকে আপনারা সুন্দর কিছু উপহার দিতে চাচ্ছেন শিল্প-সাহিত্যের এই কণ্টকাকীর্ণ পথে হেঁটে, তাই সুন্দরের পথে আপনাদের এই যাত্রায় নবধ্বনি আপনাদের সাহস যোগাতে চায় এবং বেড়ে ওঠার এই সময়টায় সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করতে আগ্রহী—আপনাদেরকে এই আশ্বাস ও প্রতিজ্ঞাটুকু দেবার জন্যই মূলত আজকের এ আয়োজন।
এ সময় পাঁচ তরুণই উচ্ছ্বসিত হন নবধ্বনির এ উদ্যোগ ও আন্তরিকতায়।
ভোজনপর্ব শেষে আমন্ত্রিত এ পাঁচ তরুণকে নবধ্বনিতে লেখালেখির জন্য বিশেষ সম্মানী এবং নবধ্বনির অঙ্গপ্রতিষ্ঠান নবপ্রকাশের সৌজন্যে বই ও উপহারসামগ্রী তাঁদের হাতে তুলে দেন নির্বাহী সম্পাদক সালাহউদ্দীন জাহাঙ্গীর, সহকারী সম্পাদক নাজমুস সাকিব এবং হামমাদ রাগিব।