
পাবলিক ভয়েস: নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।
আজ বুধবার (৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন দায়িত্ব পালনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলেও জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার শাহদাত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগের রাতে ভোটবাক্সে ব্যালট ভরে দেয়া এবং ভোটের পরে গণনার সময় কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। এবিষয় নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতি জানাতেই আমি আজকে আসছি।’