 
    
পাবলিক ভয়েস: ভারতের পুরুষরা হঠাৎ করেই বিশেষ স্টাইলে গোফ রাখতে শুরু করেছেন। আর এ ক্ষেত্রে তাদের প্রেরণা হচ্ছেন ভারতীয় যুদ্ধবিমানের আলোচিত পাইলট আভিনন্দন বর্তমান।
পাকিস্তানের সেনাদের হাতে প্রায় ৫৮ ঘন্টা বন্দি থাকার পর পাইলট অভিনন্দন বর্তমান দেশে ফিরে গেছেন। এখন ভারতীয়দের কাছে তিনি জাতীয় বীর। তাই তার স্টাইলে বাহারি গোঁফ রাখার হিড়িক পড়েছে গোটা ভারত জুড়ে।
অনেকে তাকে অনুপ্রেরণামূলক একটি চরিত্র হিসেবেও দেখছেন।
কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন বর্তমানের মিগ-২১ জেট বিমানটিকে গত ২৭ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান। এসময় পাকিস্তানের হাতে ধরা পড়েন ওই বিমানের পাইলট।
এ নিয়ে দু দেশের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ করেই পাকিস্তানের পার্লামেন্টে ভারতের আটক সেনাকে ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাতে পাকিস্তান থেকে ছাড়া পেয়ে ভারতে ফেরার পর নায়ক বনে যান পাইলট বর্তমান।
ভারতে তার বীরত্ব নিয়ে নানা কথা যেমন ছড়িয়েছে। তেমনি তার গোঁফ ‘আভিনন্দন-গোঁফ’ নামে জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমে অভিনন্দনের গোঁফওয়ালা ছবি ভাইরাল হয়েছে।
অনেকে তার মতো গোফ রেখে এবং এমনকি সেলুনে গিয়ে অভিনন্দন স্টাইলে গোঁফ কাটার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন।
অনেক শিল্প প্রতিষ্ঠান বাহারি গোঁফকে ব্র্যান্ড হিসেবে নিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন তৈরি করছে।
ভারতের জনপ্রিয় একটি ডেইরি খামার তাদের দুধের বিজ্ঞাপন তৈরি করেছে অভিনন্দনের গোঁফকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে।
অভিনন্দন যেভাবে গোঁফ রেখেছেন, সেটা ভারতে নতুন কিছু নয়। বলিউডে খলনায়কদের বাহারি গোঁফে দেখানো হয়। দেশটির সমারিক বাহিনী এবং পুলিশের অনেক কর্মকর্তা লম্বা বা পেঁচানো গোঁফ রাখেন। এমনকি চোরাকারবারিরাও বিভিন্ন স্টাইলে লম্বা গোঁফ রাখে।
কিন্তু গত কয়েতদিনে ভারতে খ্যাতি পেয়েছে বাহারি গোঁফ। আভিনন্দনের কারণে বাহারি গোঁফ এখন দেশটিতে সাহস ও দেশপ্রেমের সমার্থক হয়ে উঠেছে।
জনা যায়, ভারতের ব্যাঙ্গালোরে একটি সেলুন বিনামূল্যে অভিনন্দনের স্টাইলে গোঁফ কামিয়ে দিচ্ছে।