
ভোলা প্রতিনিধি: পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ভোলায় ৬টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে আ.লীগ মনোনিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ধাপে সোমবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে স্ব-স্ব উপজেলার রিটর্নিং কর্মকর্তাগণের নিকট মনোনয়পত্র দাখিল করেন।
জেলার ৬টি উপজেলা থেকে চেয়ারম্যান পদে সদর উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আ.লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন, দৌলতখানে উপজেলা আ.লীগ সহসভাপতি মো. মনজুরুল আলম খান, তজুমদ্দিনে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহনে উপজেলা আ.লীগ সহসভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, চরফ্যাশনে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন আখন ও মনপুরায় উপজেলা আ.লীগ সভাপতি সেলিনা আকতার। এ ছয়টি উপজেলায় দলীয় মনোনয়নে কোনো পরিবর্তন না হওয়ায় সাবেক চেয়ারম্যানগনই এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ছয়টি উপজেলার মধ্যে শুধুমাত্র তজুমদ্দিন উপজেলায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের সদস্য মো. মোশারেফ হোসেন দুলাল স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেছেন।
আ.লীগ সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেন প্রার্থীরা।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের জেলার ছয়টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।