পাবলিক ভয়েস: সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের। আজ সোমবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার এ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।
এর আগে বেলা সোয়া তিনটার দিকে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের করা হয়। সেখান থেকে এ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে চিকিৎসা দেয়া হবে তাকে।
জানা গেছে, ওবায়দুল কাদেরের সঙ্গে তার পরিবারের সদস্যরা এবং বিএসএমএমইউ'র তিন সদস্যের মেডিকেল টিম ছিল। তবে মেডিকেল বোর্ডের সব সদস্য গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠির। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো শঙ্কামুক্ত নয়।
গতকাল রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ও পরে তাকে সিসিইউতে রাখা হয়।
ওই দিন সন্ধ্যায়ই একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ, একজন সাধারণ চিকিৎসক ও দু’জন নার্সসহ চারজনের একটি দল ঢাকায় এসে এসে পৌঁছান।