
পাবলিক ভয়েস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে মাদক কারবারি দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
নিহত মাদক কারবারি কাজিপুর বর্ডারপাড়ার সাজু মিয়া (৪০) বলে স্থানীয়রা শনাক্ত করলেও তার পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয়রা বিষয়টি গাংনী থানা ও পীরতলা পুলিশ ক্যাম্পে জানান। পরে ঘটনাস্থলে যান পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ অজয় ও এএসআই আহম্মদ আলীসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অন্যদিক থেকেও পুলিশের আরও দু’টি দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরই মধ্যে গোলাগুলি থেমে যায়। ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেখান থেকে দেশীয় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও আনুমানিক দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) অজয় জানান, মরদেহের পরিচয় এখনও পুরোপুরি শনাক্ত হয়নি। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।